নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ
পদের নাম ও পদসংখ্যা
০১। প্রভাষক
- (ক) বাংলা-০১ জন
- (খ) ইংরেজী-০১ জন
- (গ) উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন-০১ জন
- (ঘ) আইসিটি-০১ জন
- (ঙ) কৃষিশিক্ষা-০২ জন
- (চ) রসায়ন-০১ জন
Read More: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল্(বিইউপি)এ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
যোগ্যতা
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএসহ/স্নাতক ডিগ্রি ।
বয়স: সব্বোর্চ ৩৫ বছর ।
বেতন: ২৫০০০/- টাকা (নিজের অভিজ্ঞতা, বয়স এবং দক্ষতার বিবেচনায় আরো বেশি বেতন হতে পারে ।)
০২। সহকারী শিক্ষক
(ক) বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-০১ জন
যোগ্যতা
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএসহ/স্নাতক ডিগ্রি ।
বয়স: সব্বোর্চ ৩৫ বছর ।
বেতন: ২৫০০০/- টাকা (নিজের অভিজ্ঞতা, বয়স এবং দক্ষতার বিবেচনায় আরো বেশি বেতন হতে পারে ।)
০৩। (ক) অ্যাকাউন্ট অফিসার (এনজিও বিষয়ক)-০১ জন
(খ) অ্যাকাউন্ট অফিসার (ভ্যাট, ট্যাক্স ও অডিট)-০১ জন
যোগ্যতা
মার্কেটিং/ব্যবস্থাপনা/হিসাববিজ্ঞান/ফিন্যান্স বিষয়ে ৪ বছর বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ।
CA, CC অথবা, CMA (Part) ডিগ্রিধারী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
বেতন: ২৫০০০/- টাকা (নিজের অভিজ্ঞতা, বয়স এবং দক্ষতার বিবেচনায় আরো বেশি বেতন হতে পারে ।)
Read More: ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের নিয়মকানুন
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র সহ অধ্যক্ষ, নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণকুল (ওয়ার্ড নং-৪২), পূবাইল, গাজীপুর-১৭২১ ডাকযোগে পাঠাতে হবে ।
আবেদনের শেষসময়
আগামী অক্টোবর ৩০, ২০১৮ ইং তারিখ পর্যন্ত ।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন ।